শুক্রবার রাজধানী আগরতলা মহারাজা বীর বিক্রম বিমাবন্দরে বিভিন্ন বিষয় নিয়ে বিমানবন্দরের এডভাইজারি কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় , যার পৌরোহিত্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের মধ্যে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় ও যে সমস্যাগুলি সমাধান সম্ভব সেই সমস্যাগুলির সমাধান করা হয়। তেমনি, যেসমস্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় সেগুলো ভারত সরকারের সাথে আলোচনা করে সমাধান করা হয়। তাছাড়া এদিনের বৈঠকে মূলত বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমানবন্দরে কম ভাড়ায় স্টল দেওয়া, লাইটিং বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এদিন বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চালু নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। অর্ন্তবর্তী সরকার আমলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। তখন বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চালু হবে।