Friday, January 10, 2025
বাড়িখবররাজ্যবিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রেল হকারদের ডেপুটেশন

বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রেল হকারদের ডেপুটেশন

বড় বড় মামলায় ফাঁসিয়ে দিয়ে রাজ্যের রেল হকারদের জীবন জীবিকা বিপন্ন করা হচ্ছে। এই সমস্যা সুরাহার দাবিতে বৃহস্পতিবার রেলের rpf নিরাপত্তা কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন। আলোচনার মাধ্যমে এই সমস্যা দূরীকরণের উদ্যোগ চায় সংগঠন।

রাজ্যের রেল যোগাযোগ চালু হওয়ার পর ২০০৮ সাল থেকে রাজ্যে রেল হকাররা জীবন জীবিকার সার্থে কাজ করতে থাকে ।জীবন জীবিকার স্বার্থে কাজ করার মধ্য দিয়ে তারা যাত্রী সাধারণেরও বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়াস গ্রহণ করে ।বিভিন্ন সময় রাজ্যের এই রেল হকারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মামলা গ্রহণ করে আরপিএফ পুলিশকর্মীরা ।এতে রেল হকাররা হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ, সম্প্রতি রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ পুলিশ রাজ্যের রেল হকারদের বড় বড় মামলায় ফাঁসিয়ে দিচ্ছে ।এই সমস্ত বিষয় সুরাহার দাবিতে বৃহস্পতিবার রাজ্যের আরপিএফ নিরাপত্তা কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন। মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেল হকাররা এদিন আগরতলা রেল স্টেশনে সমবেত হন। সেখান থেকে তারা মিছিল করে আরপিএফ নিরাপত্তা কমিশনারের কার্যালয়ের সামনে আসে ।সেখান থেকে 10 সদস্যের এক প্রতিনিধি দল আরপিএফ নিরাপত্তা কমিশনারের সাথে মিলিত হয়ে তাদের সমস্যাগুলি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানের জন্য কমিশনারের নিকট দাবি জানান ।এই ডেপুটেশন কর্মসূচটির নেতৃত্ব দেন শ্রমিক নেতা বিপ্লব কর ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক নেতা বিপ্লব কর এই সংবাদ জানান ।

এদিন ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেল হকাররা আগরতলা রেল স্টেশনে সমবেত হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য