মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো ভারতীয় জনতা যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটি। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ,প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্তসহ অন্যান্যরা।
বুধবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে ভারতীয় জনতা যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপির প্রদেশ কমিটির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য কর্মী সমর্থকরা ।এই প্রসঙ্গে যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ,মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন উদযাপন উপলক্ষে সারা রাজ্যে যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এই কর্মসূচি গুলির অন্যতম হলো যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির।তিনি বলেন ,রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার একটাই স্বপ্ন। আর সেটি হল নেশা মুক্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া। মুখ্যমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে সকল যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।
এদিন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।



