Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যযানজটমুক্ত শহর গড়তে আবারো অভিযানে নামলো ট্রাফিক দপ্তর

যানজটমুক্ত শহর গড়তে আবারো অভিযানে নামলো ট্রাফিক দপ্তর

প্রতিনিয়তই দেখা যায় শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ, যার ফলে শহরের চলাচলের পথে দেখা দিচ্ছে যানজট। তাই শহরকে যানজট মুক্ত করতে আবারো অভিযানে নামলো রাজ্যের ট্রাফিক দপ্তর। আজকের অভিযানটি সংগঠিত হয় রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা জিবি বাজার এলাকায়। এদিনের অভিযান কালে ট্রাফিক পুলিশের এসপি সুদেষ্ণা ভট্টাচার্য্য বলেন যে সমস্ত যানবাহনের সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং মামলা নেওয়া হচ্ছে। তাছাড়া শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। পাশাপাশি যাঁরা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের জরিমানা করা হচ্ছে এবং আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি সুধাম্বিকা আর এবং অন্যানরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য