রাবারের উৎপাদন এবং শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে ।নতুবা আন্তর্জাতিক বাজার পাওয়া যাবে না। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্যের রাবার চাষীদের নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে এই পরামর্শ দেন টি ডাবলু ডিপার্টমেন্টের সচিব কিরণ গিঁত্তে। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন রাবার চাষী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাবার চাষীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয় ।এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন রাবার চাষী অংশগ্রহণ করেন ।রাবার বোর্ড এই সম্মেলনের আয়োজন করে ।সম্মেলনে আধিকারিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর এম বসথেগেশন, দপ্তরের ২ সচিব যথাক্রমে ব্রিজেশ পান্ডে এবং কিরন গীত্তে সহ অন্যান্যরা। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের সচিব কিরণ গীত্তে বলেন, রাজ্যে রাবার চাষে অগ্রগতি হচ্ছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে রাবার চাষীরা রাবার উৎপাদনে কাজ করে চলছেন। তিনি বলেন ,উৎপাদিত রাবারকে শিল্পে ব্যবহারের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির প্রয়োজন। তা না হলে রাজ্যের বাশ শিল্পের মতোই জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার পাবে না উৎপাদিত রাবার। তিনি আরো বলেন ,এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়ে রাবার চাষীদের সহযোগিতা করার লক্ষ্যে রাবার বোর্ড এবং দপ্তর প্রস্তুত রয়েছে।
সম্মেলনে রাজ্যের আট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রাবার চাষীরা তাদের রাবাত চাষে বিভিন্ন সমস্যাগুলির কথা তুলে ধরেন ।সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সম্মেলন থেকে রাবার চাষীদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।