শীতের সকালে ভয়াবহ যান দূর্ঘটনা থেকে অল্পেতে প্রাণে বাঁচলো একাধিক শ্রমিক। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে পর পর দুটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বহি:রাজ্যের একটি গাড়ি। ঘটনাস্থলে পুলিশ
শুক্রবার সকালে ভয়াবহ যান দূর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল একাধিক শ্রমিক। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ধাক্কা দেয় বহি:রাজ্যের এ এস ০১ ই সি ৯৬৭১ নম্বরের পণ্য বোঝাই লরিটি। প্রথমে টি আর ০১ এ এম ১৮৬১ নাম্বারবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি গাড়িকেও ধাক্কা দেয় । সেইসময় সেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন শ্রমিক। এই দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পান ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকরা । সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর নেই । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ।