Sunday, January 5, 2025
বাড়িখবররাজ্যপ্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র...

প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর কর্মজীবন, রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা, ডাঃ মনমোহন সিং । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর। এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাতদিন ব্যাপী প্রত্যেক রাজ্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের নির্দেশে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন বলে এবং তৎকালীন সময়ে অর্থমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন তিনি। যার ফলে ভারতের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছিল বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য