নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল রেল পুলিশ। বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গঠনের ডাকে সারা দিয়ে নেশার কারবার বন্ধ করার লক্ষে উঠে পরে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন , সেই লক্ষে কিছুটা সাফল্যও পেয়েছে পুলিশ প্রশাসন। যদিও নেশা কারবারের মাস্টার মাইন্ডদের পাকড়াও করতে ব্যর্থ পুলিশ , তা সত্ত্বেও যেভাবে রাজ্যের পুলিশ রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে থেকে নেশা কারবার আটকাতে সফলতা পাচ্ছে তা প্রশংসার যোগ্য। জানা যায় গতকাল সন্ধ্যা রাতে মুম্বাই আগরতলা এক্সপ্রেস রেলে প্রায় 200 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন RPF রেলওয়ে পুলিশ! এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে আরপিএফ এর রেলটেশনের কমান্ডেন্ট বি কে সিনহা বলেন গতকাল রেলটি যখন জিরানিয়া পৌঁছায় তখন সন্দেহজনক ভাবে আটক করা হয় হাবিবুল রহমান নামক এক ব্যক্তিকে। যার বাড়ি উদয়পুর। সে বদরপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যাগটি কে সংগ্রহ করে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসছিল এবং ঠিক তখনই আরপিএফ পুলিশ সন্দেহজনকভাবে তাকে আটক করে এবং তার কাছ থেকে প্রায় ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। রাজ্য পুলিশের এই সাফল্যে খুশি শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।