সবাইকে নিয়ে একসাথে এগিয়ে চলাই সরকারের মূল লক্ষ্য। নববর্ষের আগাম অভিনন্দন জানিয়ে রাজ্যবাসীকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।সোমবার ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অধীন গান্ধী ঘাটস্হিত ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।
সোমবার আট টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অধীন গান্ধীঘাট এলাকায় ৩২ নাম্বার ওয়ার্ডের উদ্যোগে দুস্হজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য মন্ডল সভাপতি ও তার দলকে অভিনন্দন জানান। তিনি বলেন ,আমরা চাই সবার মুখে হাসি ফোটাতে। এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো বেশি করে হবে। কারণ মানুষ থেকে আমরা যেন দূরে সরে না যাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে কি ধরনের রাজনীতি ছিল তা আমরা সবাই জানি। আগে অসুবিধা সৃষ্টি করে সরকার চালানো হতো ।এদিন আসন্ন নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন ,আমরা চাই সবাই সবার দুঃখ আনন্দ একে অন্যকে শেয়ার করে একসাথে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে চলতে। একাই সরকারের মূল বার্তা বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে ৩২ নম্বর ওয়ার্ড এলাকার দুস্থজনদের মধ্যে কম্বল বিচরণ করা হয় ।শীতবস্ত্র পেয়ে সংশ্লিষ্টরা বেজায় খুশি ।তারা স্থানীয় কর্পুরেটর এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।