Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্য৩ দপ্তর নিয়ে পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস

৩ দপ্তর নিয়ে পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস

২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট বরাদ্ধ অনুসারে গৃহীত পরিকল্পনাগুলির অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তি পর্যালোচনা বৈঠক করলো তপশিলি জাতি কল্যাণ দপ্তর, এ আর ডি ডি দপ্তর এবং ফিশারি দপ্তর। এই বৈঠকে সভাপতিত্ব করেন তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলাশাসক, বিভিন্ন বিধায়ক, জেলা সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির আধিকারিকগণ।

বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা সভা করেন তপশিলি জাতি কল্যাণ, পশুপালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের আধিকারিকগণ ,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, বিধায়ক রতন চক্রবর্তী, বিধানিকা মিনারানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি ,পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকগণ ।বৈঠকে ২০২৪-২৫ অর্থ বর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধকতা গুলি নিয়ে বিধায়ক ও অন্যান্যদের পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি মাংস,মাছ, দুধ এবং ডিম উৎপাদনে পশ্চিম জেলার কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। এদিন এই বৈঠক প্রসঙ্গে তপশিলি জাতি কল্যাণ ,পশু পালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন।

জানা গেছে পশ্চিম জেলায় দুধ ,মাছ,মাংস এবং ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য