Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরায় এবার শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে, চাষীরাও পাচ্ছেন সঠিক দাম

ত্রিপুরায় এবার শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে, চাষীরাও পাচ্ছেন সঠিক দাম

এবছর শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে ত্রিপুরা রাজ্য জুড়ে। এমনটা অভিমত রাজ্যের বিভিন্ন এলাকার চাষীদের। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মোহনপুর ফটিকছড়া ঈশানপুর শীমনা ইত্যাদি এলাকায় ব্যাপক পরিমাণে শীতকালীন সবজি চাষ হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। নবনির্মিত জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে খোয়াই শহরের দিকে এগিয়ে গেলে রাস্তার দুই তারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির ক্ষেত লক্ষ্য করা যায়। যতদূর চোখ যায় ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, টমেটো, বেগুন নানান রকমারি সবজি গাছ লক্ষ্য করা যায়। সেই সাথে এই ক্ষেতগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের সবজি গাছের পরিচর্যা ফসল তোলা ইত্যাদি কাজেও দেখা যায়। রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিঃমি উত্তরের ঈশানপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের পাশের জমিতে ফুলকপি চাষ করেছেন গৌতম দেবনাথ নামের এক চাষী। এখন তার জমি থেকে এই ফুলকপি গুলো তুলে নিচ্ছেন। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলেই জমি থেকে ফুলকপি তোলার কাজে ব্যস্ত। এক একটি ফুলকপির ওজন ৬০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত হয়েছে। কাজ করতে করতেই তিনি জানান, এবছর প্রায় তিন বিঘা জমিতে তিনি ফুলকপি চাষ করেছেন। মরশুমের শুরুতে তারা নিজেরাই পাইকারি দামে এক এক কেজি ফুলকপি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এখন এই দাম কমে প্রায় ৩০ টাকাতে চলে এসেছে বলে জানান। পার্শ্ববর্তী ফটিকছড়া বাজারে তাদের উৎপাদিত সবজিগুলি নিয়ে যান, সেখানে রাজধানী আগরতলা সহ অন্যান্য জায়গার পাইকাররা আসেন এবং পাইকারি দামে সবজি কিনে নিয়ে যান। আর প্রায় একমাস তার জমিতে ফুলকপি থাকবে। ফুলকপি মাঠ থেকে উঠে যাওয়ার পর টমেটো এবং আলু লাগাবেন এই জমিতে। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন সময় সার কীটনাশক এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয় বলেও জানান তিনি। রাজ্য সরকার বিশেষ করে প্রতিনিয়ত যে ভাবে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছেন তার জন্য তারা তাকে ধন্যবাদ জানান। গৌতম দেবনাথ’র মত রাজ্যের অন্যান্য এলাকার চাষীরাও এবার শীতকালীন সবজি চাষ করে খুশি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য