Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যবিধানসভায় দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ এন্ড ল্যান্ড রিফর্মস বিল ২০২২ গৃহিত

বিধানসভায় দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ এন্ড ল্যান্ড রিফর্মস বিল ২০২২ গৃহিত

রাজ্য বিধানসভায় “ দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ এন্ড ল্যান্ড রিফর্মস বিল ২০২২ গৃহিত হয়েছে । দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ বিলটি সভায় পেশ করলে তা ধ্বনি ভোটে গৃহিত হয় । তাছাড়াও ‘ ‘ দি ত্রিপুরা রিপিলিং এন্ড সেভিং বিল ২০২২ ( দি ত্রিপুরা বিল নং ৩ অব 2022 ) আজ রাজ্য বিধানসভায় গৃহিত হয়েছে । শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিলটি সভায় পেশ করলে তা ধ্বনি ভোটে গৃহিত হয় । আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনার পর ‘ নেশন্যাল ল ইউনিভার্সিটি , ত্রিপুরা বিল , ২০২২ ( দি ত্রিপুরা বিল নং ৫ , অফ 2022 ) গৃহিত হয়েছে । এই বিলটি অনুমোদনের জন্য আইনমন্ত্রী রতনলাল নাথ পেশ করেন । “ ত্রিপুরা মিউনিসিপাল ( এইটথ অ্যামেন্ডম্যান্ট ) বিল , ২০২২ ( দি ত্রিপুরা বিল নং ৮ অফ ২০২২ ) ” আজ বিধানসভায় গৃহিত হয় । বিধানসভার অনুমোদনের জন্য বিলটি পেশ করেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা । “ দি ত্রিপুরা ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসেস বিল , ২০২২ ( দি ত্রিপুরা বিল নং ১১ অফ ২০২২ ) আজ সভায় গৃহিত হয় । অনুমোদনের জন্য বিলটি বিধানসভায় পেশ করেন অগ্নি এবং জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল । আলোচনার পর আজ বিধানসভায় “ দি ফেক্টোরিজ ( ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট ) বিল , ২০২২ ( দি ত্রিপুরা বিল নং ১০ অফ ২০২২ ) গৃহিত হয় । বিধানসভায় অনুমোদনের জন্য বিলটি সভায় পেশ করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য