Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় উপমুখ্যমন্ত্রী বললেন আত্মনির্ভরতার জন্য প্রয়োজন...

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় উপমুখ্যমন্ত্রী বললেন আত্মনির্ভরতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও আত্মসম্মান

আত্মনির্ভরতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও আত্মসম্মান । বর্তমান রাজ্য সরকার রাজ্যের সকল অংশের মানুষের মধ্যে বিশ্বাস ও আত্মসম্মান বাড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে । বিধানসভা অধিবেশনের চতুর্থ দিনের দ্বিতীয়ার্ধে বিধানসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা । তিনি বলেন , বিগত সরকারের আমলে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে সদিচ্ছার অভাব ছিল । ফলে রাজ্যের সর্বত্র সমান উন্নয়ন সম্ভব হয়নি । এই সরকার প্রথমদিক থেকেই এই দিকে লক্ষ্য রেখে জাতি , জনজাতি , সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের সম উন্নয়নে সচেষ্ট রয়েছে । উপমুখ্যমন্ত্রী আরও বলেন , এখন পর্যন্ত রেগায় গড়ে ৬৯ শ্রমদিবসের কাজ হয়েছে । বর্তমান সরকারের আমলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে । প্রস্তাবিত বাজেটের উপর বিরোধীদের আনীত বিভিন্ন প্রশ্নের জবাবে উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা বলেন , রাজ্যে ৪০ কোটি টাকা ব্যয়ে পুস্পবন্ত প্রাসাদে মিউজিয়াম এন্ড কালচারেল সেন্টার গড়ে তোলা হবে । সামাজিক ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করার পদক্ষেপ নেওয়া হয়েছে । এরফলে রাজ্যের ৩ লক্ষ ৮১ হাজার পরিবার উপকৃত হবেন । তিনি বলেন , বর্তমানে রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে । জিএসটি কালেকশন বেড়েছে অনেকটাই । এই বাজেটের মাধ্যমে রাজ্যের মানুষের কল্যাণে সরকার ব্রতী হয়েছে । এছাড়াও তিনি রাজ্যের রাস্তাঘাট , কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন । অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের উপর সাধারণ আলোচনায় আজ ১২ জন বিধায়কও আলোচনায় অংশ নেন । প্রস্তাবিত বাজেটের সমর্থন জানিয়ে বিধায়ক ডা . অতুল দেববর্মা বলেন , গত চার বছরে বিভিন্ন দপ্তরের অর্থ বরাদ্দ ক্রমশঃ বেড়েছে । বিধায়ক মিমি মজুমদার পেশ করা বাজেট সমর্থন জানিয়ে জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান । বিধায়ক বিপ্লব ঘোষ বলেন , রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনায় কৃষকদের স্বচ্ছলতা এসেছে । বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বলেন , জনগণের উন্নয়নের জন্যই এই বাজেট পেশ করা হয়েছে । বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন , রাজ্যের উন্নয়নের জন্য সবদিক বিবেচনা করেই এই বাজেট প্রস্তুত করা হয়েছে , বিধায়ক প্রেমকুমার রিয়াং বলেন , জনজাতি মানুষের কাছে আগের তুলনায় সহজতর উপায়ে সরকারি সুবিধাগুলি পৌছে যাচ্ছে । বিধায়ক সুধাংশু দাস প্রস্তাবিত বাজেট সমর্থন জানিয়ে বলেন , বিরোধীরা হতাশ হয়ে এই বাজেটের বিরোধীতা করছেন । এই বাজেটের মাধ্যমে রাজ্যের উন্নয়ন দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে । এছাড়াও আলোচনা করেন বিধায়ক সিন্ধু চন্দ্ৰ জমাতিয়া । পেশ করা বাজেটের বিভিন্ন বিষয়ের বিরোধীতা করে আলোচনা করেন বিধায়ক সুধন দাস , বিধায়ক মবস্বর আলি , বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিধায়ক শ্যামল চক্রবর্তী ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য