Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৪০ তম আগরতলা বইমেলা প্রস্তুতি পর্বের অগ্রগতি পরিদর্শন করলেন তথ্য ও সংস্কৃতি...

৪০ তম আগরতলা বইমেলা প্রস্তুতি পর্বের অগ্রগতি পরিদর্শন করলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আসন্ন ৪০ তম আগরতলা বইমেলার প্রস্তুতি পর্বের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । পরিদর্শনকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস , আগরতলা বইমেলা প্রস্তুতি কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী , আগরতলা পুর নিগমের অ্যাসিস্টেন্ট মিউনিসিপল কমিশনার রঞ্জিত দাস সহ আরক্ষা দপ্তর , ট্রাফিক , গ্রামোন্নয়ন দপ্তর ও বইমেলা আয়োজনের সাথে যুক্ত অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল সজ্জার কাজ , মঞ্চসজ্জা , সেমিনার , কবিসম্মেলনের মঞ্চ প্রস্তুতির কাজ , বইমেলার থিম প্যাভিলিয়নের কাজ ঘুরে দেখেন । পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী জানান , কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই ৪০ তম বইমেলা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । আগরতলা বইমেলা উত্তর – পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মেলা । রাজ্যের ও বহির্রাজ্যের বইবিক্রেতা , প্রকাশক , বইপ্রেমী , সাহিত্যিক , শিল্পী প্রত্যেকের উপস্থিতিতে এবারের বইমেলা একটি ঐতিহাসিক রূপ নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন । তিনি বলেন , অন্যান্য বার থেকে এবারের বইমেলাকে একটু ভিন্নরূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে । ৪০ তম আগরতলা বইমেলাকে সর্বাঙ্গীণভাবে আরও সুন্দর করে তুলতে কারও কোনো ধরণের মতামত থাকলে তা জানাতে তিনি আহ্বান জানান । তিনি বলেন , ২৫ মার্চ বিকাল ৪ টা ৩০ মিনিটে ৪০ তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য