Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসাংগ্রাই উৎসব উপলক্ষে করবুকে প্রস্তুতি সভা

সাংগ্রাই উৎসব উপলক্ষে করবুকে প্রস্তুতি সভা

মগ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে গতকাল করবুক মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন এমডিসি কংজং মগ , শিলাছড়ি ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈইনজ্ঞ মগ , মহকুমা শাসক এল ডার্লং , শিলাছড়ি ব্লকের বিডিও সি লালফাকসাঙ্গা , মগ সোসিও কালচারাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক দোয়াঙ মগ সহ ৫ ম রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসবের আয়োজক কমিটির সদস্যগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । সভায় সিদ্ধান্ত নেওয়া হয় , আগামী ১৫ ও ১৬ এপ্রিল শিলাছড়ি ব্লকের এলমারা উচ্চ বিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক এই ঐতিহ্যবাহী উৎসবটি অনুষ্ঠিত হবে । এই উৎসবকে সাফল্যমন্ডিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন দপ্তরকে কাজের দায়িত্ব অর্পন করা হয় । এছাড়াও সভায় বিভিন্ন দপ্তর কর্তৃক রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও কাজের প্রদর্শনী মন্ডপ খোলার উপর গুরুত্ব দিয়ে কাজ করার জন্য মহকুমা শাসক এল ডার্লং আবেদন রাখেন । সভায় আইন শৃঙ্খলা , ট্রাফিক ব্যবস্থা , মেলায় পানীয় জলের ব্যবস্থা , শৌচালয়ের ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ের উপর জোর দেওয়া হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য