Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যতিন দফা দাবির ভিত্তিতে দুই বাম যুব সংগঠনের উদ্যোগে পদযাত্রা

তিন দফা দাবির ভিত্তিতে দুই বাম যুব সংগঠনের উদ্যোগে পদযাত্রা

তিন দফা দাবির ভিত্তিতে শুক্রবার থেকে রাজ্যে পদযাত্রা শুরু করল দুই বামপন্থী যুব সংগঠন যথাক্রমে DYFI ও TYF।রাজধানীর দূর্গা চৌমুহনী থেকে এদিন DYFI ও TYF-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই পদযাত্রা সংগঠিত করা হয়।পদযাত্রাটি আশ্রম চৌমুহনী গিয়ে সমাপ্ত হয়।

জনমত গড়ে তুলতে গোটা রাজ্যে পদযাত্রা সংঘটিত করার কর্মসূচি গ্রহণ করলো দুই বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ ।সংগঠনের প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত এই পথযাত্রা সংঘটিত করা হবে ।মূলত তিনটি দাবিকে সামনে রেখে এই পদযাত্রা ।দাবিগুলি হল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ,কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ।শুক্রবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকা থেকে এক পদযাত্রার আয়োজন করে ডিওআইএফআই এবং টি ওয়াই এফ এর সদর বিভাগীয় কমিটি ।এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব ।এদিন পদযাত্রায় অংশ গ্রহণ করে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক জানান , মহাকরণে বসে রাজ্যের মন্ত্রীরা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করে চলছেন ।রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে। এর সুযোগ নিয়ে নেশা কারবারীরা রাজ্য জুড়ে নেশার রমরমা ব্যবসা শুরু করেছে ।এতে ধ্বংস হয়ে যাচ্ছে একাংশের যুবসমাজ। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যজুড়ে পদযাত্রা সংঘটিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, পদযাত্রায় সকল অংশের মানুষকে শামিল করে মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এদিন পদযাত্রাটি দুর্গা চৌমুহনী বাজারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রম চৌমুহনী এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য