আর কয়েকমাস বাদেই শুরু হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই অভিযোগ নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় কোন চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করেন তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন। এদিন ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমকে সংগঠনের জনৈক সদস্য জানান প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে অধিকর্তার সাথে কথা বললে তিনি জানিয়েছেন যে প্রশ্নপত্র তৈরী করা তো উচ্চ শিক্ষা দপ্তরের কাজ। তাই এ বিষয়ে উনার কাছ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাছাড়া তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন জনৈক সদস্য অভিযোগ করেন যে প্রশ্নপত্র ফাঁস হওয়াটি সম্পূর্ণভাবে দপ্তরের গাফিলতির ফল, এ বিষয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে আরো কঠোরভাবে নজর দেওয়ার আবেদন রাখার পাশাপাশি , দাবি অনুযায়ী উপজাতি ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নপত্র রোমান হরফে করার সে বিষয়েও নজর দেওয়ার আবেদন জানিয়েছেন বলে জানান তিনি।