Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যবিদ্যুৎ কর্মীদের সুরক্ষা সংক্রান্ত দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু

বিদ্যুৎ কর্মীদের সুরক্ষা সংক্রান্ত দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু

জনগণের মধ্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার সময় বিদ্যুত কর্মীদের নিজের সুরক্ষার প্রতি নজর রাখতে পরামর্শ দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।সোমবার রাজধানীর 79টিলাস্হিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে দুই দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে এই পরামর্শ দেন বিদ্যুত মন্ত্রী রতন লাল নাথ।অনুষ্ঠানে কর্মীদের যন্ত্র সামগ্রী বিতরণ করেন তিনি।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষাও মাথায় রাখা প্রয়োজন বিদ্যুৎ কর্মীদের। পেশাগতভাবে গ্রাহকদের প্রতি দায়বদ্ধতার,পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করে নিজ পরিবারের প্রতি দায়িত্ব পালন করাও জরুরি। এক্ষেত্রে সবচেয়ে আগে মাথায় আসে বিভিন্ন জরুরী পরিষেবার অন্যতম হিসেবে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার কথা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্তৃপক্ষ গ্রাহকদের সর্বাত্মক সুনিশ্চিত পরিষেবা প্রদানের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষকর্মী বাহিনীর কাজে ঝুঁকি কমানোর দিকটিকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। তাই জরুরি বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে ও পাওয়ার গ্রীড এর সহায়তায় বিদ্যুৎ নিগমের সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিয়ে নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। রাজধানীর 79 টিলা স্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে আয়োজন করা হয় দুদিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামের। সোমবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লালা নাথের হাত ধরে এই ট্রেনিং প্রোগ্রামের সূচনা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকল বিদ্যুৎ কর্মীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন মন্ত্রী। সেই সাথে বিদ্যুৎ কর্মীদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এদিন উন্মোচিত বিদ্যুৎ নিগমের সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্যচিত্র নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি।তিনি কর্মীদের মনে করিয়ে দেন,কাজ করার সময় বিদ্যুৎ কর্মীদের অবশ্যই হেলমেট,চশমা,জ্যাকেট,সেফটি বেল্ট ও গ্লাভস পড়তে হবে।

এদিনের অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রীও বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য