Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যসামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান কর্মসূচি এইচ ডি এফ সি ব্যাংকের

সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান কর্মসূচি এইচ ডি এফ সি ব্যাংকের

শুক্রবার রাজধানী আগরতলা নেতাজি চৌমুনীস্থিত এইচ ডি এফ সি ব্যাংকে দৈনন্দিন কর্মের পাশাপাশি নিজেদের সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আয়োজন করা হল রক্তদান শিবিরের। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে কথা বলেন রক্তদাতাদের সাথে। পরে পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিবেকানন্দের মহান উক্তি ” জিবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ” এর প্রসঙ্গ টেনে বর্তমান সময়ের রক্তদানের মহত্ব তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া তিনি বলেন এখনো অনেকে রক্তদান নিয়ে ভুল ধারণা পোষণ করে চলছেন যা ঠিক নই , তাই রক্তদানের কোন আমন্ত্রণ পেলেই আমরা ছুটে যায় কেননা সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন , কেননা দেখা গিয়েছে অনেক সময় রেয়ার ব্লাড গ্রুপ হবার কারণে রক্ত পাওয়া যায় না , তাই এই ক্ষরা দূর করার লক্ষে সকলে যেন এগিয়ে আসে এবং রক্তদান নিয়ে যাদের ভুল ধারণা রয়েছে তা দূর করার লক্ষে বেশি করে রক্তদানের আয়োজন করে সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য