Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৪০ তম আগরতলা বইমেলার প্রস্তুতি নিয়ে সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বললেন...

৪০ তম আগরতলা বইমেলার প্রস্তুতি নিয়ে সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বললেন বইমেলা হলো মনন ও স্বকীয়তার মেলা

আসন্ন ৪০ তম আগরতলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার পাশাপাশি একে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে আজ আগরতলা পুর নিগমের মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় আলোচনাকালে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , অন্যান্য মেলার সঙ্গে বইমেলার তুলনা চলেনা । এই মেলা হলো মনন ও স্বকীয়তার মেলা । এবারকার বইমেলার থিম আমার ত্রিপুরা , আমার গর্ব । বইমেলা আগামী ২৫ মার্চ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করবেন । বইমেলায় বাংলাদেশ , পশ্চিমবঙ্গ , উত্তর – পূর্বাঞ্চলের রাজ্য সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বইয়ের স্টল রেকর্ড সংখ্যায় অংশগ্রহণ করবে । সকলের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে এবারের বইমেলাকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর । তথ্যমন্ত্রী শ্রীচৌধুরী আশা প্রকাশ করেন , ৪০ তম বইমেলা এক স্মরণীয় মেলায় পরিণত হবে । আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন , বইমেলা হচ্ছে প্রাণের উৎসব । একে সফল করে তুলতে সবাইকে সবান্ধব এগিয়ে আসতে হবে । সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান , আমার ত্রিপুরা , আমার গর্ব এই থিমটিকে এবারের মেলায় পুঙ্খনাপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হবে । মেলাকে উপভোগ করার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানান । এছাড়াও সভায় আলোচনা করেন মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য । সভার শুরুতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীকে রিসা ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয় । এছাড়াও সভায় আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , মেয়র ইন কাউন্সিল ও জোনাল চেয়ারম্যানগণ , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড . পি কে গোয়েল , ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার দিব্যেন্দু চক্রবর্তী সহ পুর নিগমের কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য