রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয় গুলির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার ।সোমবার পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্যে শিক্ষার প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগগুলিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজ্যে নবম শ্রেণীতে পাঠরত মোট ২৩ হাজার ৩০০ জন ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হবে ।এই অনুষ্ঠানের সূচনা হয় সোমবার খয়েরপুরের পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার ,পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝরনা রানী দাস সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগ গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।তিনি বলেন ,রাজ্যের শিক্ষার প্রসারে সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে ।এর মধ্যে অন্যতম বাইসাইকেল বিতরণ ।পাশাপাশি সরকার মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি জানান ,সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে। লাখপতি দিদি প্রকল্পে ৮৩ হাজার মহিলাকে লাখপতি দিদি করা হয়েছে। টিএসআরে মহিলাদের নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের বিদ্যা জ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়গুলির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, রাজ্যের 125 টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে ১০০টি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয় গুলিতে নিয়োজিত শিক্ষকদের সিবিএসসি মাধ্যমে পড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।এই ক্ষেত্রে প্রায় ২০০০ শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী ,শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্রকুমার ।শিক্ষা সচিব তার বক্তব্যে রাজ্যের শিক্ষার প্রসারে বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন।