Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যমান্দাই ব্লকে আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির

মান্দাই ব্লকে আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির

রাজ্য আইনি পরিষেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ জিরানীয়া মহকুমার চামালী এইচ এস স্কুল মাঠে এক আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য । স্বাগত বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির সেক্রেটারি অপরাজিতা দেববর্মা । উপস্থিত ছিলেন মান্দাই ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার রিমি দেববর্মা , ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিস অথরিটির ডেপুটি সেক্রেটারি হেনা বেগম । অনুষ্ঠানে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ৩৭ জনকে এসটি , ২৬ জনকে পিআরটিসি , ৬ জনকে আয়ের , ৮ জনকে ই – শ্রম কার্ড , ৬ জনকে প্যানকার্ড এবং ৭ জনকে ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয় । শিবিরে স্বাস্থ্য , কৃষি ও কৃষক কল্যাণ , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , প্রাণীসম্পদ , অগ্নি ও জরুরি পরিষেবা , শ্রম , বিদ্যুৎ , বন দপ্তর তাদের নিজ নিজ দপ্তরের স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করেন । পশ্চিম ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য