দেশের ভবিষ্যৎ পেডিয়াট্রিসিয়ানদের হাতে।শনিবার আইএম এ হাউজেইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্সের রাজ্য শাখার ৩০ তম সন্মেলন উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, পেডিয়াট্রিসিয়ানরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
শনিবার ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার ৩০তম বার্ষিক রাজ্য সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন IMA হাউসে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী চলবে এই সম্মেলন। এদিন সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন,IMA ত্রিপুরা শাখার সভাপতি শ্রীবাস দাস এবং চিকিৎসক মৃণাল দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে মাত্র ১২জন পেডিট্রিসিয়ান নিয়ে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা শাখা। কিন্তু বর্তমানে প্রায় ৮০ জন পেডিয়াট্রিসিয়ান যুক্ত রয়েছেন এই শাখার সাথে এবং তারা প্রত্যেকেই নিষ্ঠা সহিত নিজেদের দায়িত্ব পালন করছেন যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, শিশুরা এই দেশের ভবিষ্যৎ, আর এই সংগঠনের মাধ্যমে শিশুদের লালন পালন করে একটি সুস্থ জীবন দান করছেন পেডিয়াট্রিসিয়ানরা। সেইদিক থেকে দেখতে গেলে এই শিশুদের এবং দেশের ভবিষ্যৎ পেডিয়াট্রিসিয়ানদের হাতে রয়েছে। বর্তমানে রাজ্যে পেডিয়াট্রিক্স সার্জানও রয়েছে, যার ফলে শিশুদের জটিল থেকে জটিল রোগের চিকিৎসাও সম্ভব হচ্ছে।
এদিন শিশুদের উন্নত ভবিষ্যৎ প্রদানের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের এই সম্মেলনে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক পুস্তিকা ‘আরোহন’ এর আবরণ উন্মোচনের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনাও প্রদান করা হয়।