Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যএইচআইভি ও নেশামুক্ত অভিযানে যুব সমাজকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বললেন...

এইচআইভি ও নেশামুক্ত অভিযানে যুব সমাজকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বললেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

ত্রিপুরা সহ উত্তর – পূর্বাঞ্চলকে এইচআইভি ও নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে আগামী ২৫ মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নর্থ – ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন । তিনি আরও জানান , নর্থ – ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইনের অঙ্গ হিসাবে ঐদিন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে । এই সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের অন্যতম প্রখ্যাত গায়ক কুমার শানু উপস্থিত থাকবেন । এছাড়াও রাজ্যের গর্ব সুরভী দেববর্মা , পলক মুচ্ছল , পলাশ মুচ্ছল এবং উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ৮ টি ব্যান্ড উপস্থিত থাকবে এবং সংগীত পরিবেশন করবে । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এক ভিন্ন ধরণের কর্মসূচির আয়োজন করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর । এছাড়াও অনুষ্ঠানটি আয়োজনে রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন , যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর , জনজাতি কল্যাণ দপ্তর , পূর্ত দপ্তর এবং শিক্ষা দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । তথ্যমন্ত্রী জানান , সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে । এই প্রবেশপত্রগুলো আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের মাধ্যমে বিতরণ করা হবে । এই অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর অন্যান্য দপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর – পূর্বাঞ্চলকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে এইচ আই ভি ও নেশামুক্ত করার যে আহ্বান রেখেছেন তাতে জনগণকে বিশেষ করে যুব সমাজকে সচেতন করতে এই ভিন্ন ধরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা . রাধা দেববর্মা , যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডা . দীপ দেববর্মা উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য