Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যএইচ আই ভি ও এইডসের বিরুদ্ধে লড়াইকে তেজি করতে রাজধানীতে রেড রান...

এইচ আই ভি ও এইডসের বিরুদ্ধে লড়াইকে তেজি করতে রাজধানীতে রেড রান ম্যারাথন অনুষ্ঠিত

মারণব্যাধি এইচ আই ভি এবং এইডস নিয়ে জনমনে সচেতনতার বার্তা দিতে শুক্রবার রাজধানীতে রেড রান ম্যারাথন অনুষ্ঠিত হলো। রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে আয়োজিত এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলাশাসক ডক্টর বিশাল কুমার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই রেড রান ম্যারাথনে অংশগ্রহণ করেন।

মারণব্যাধি এইচ আই ভি এবং এইডস গোটা বিশ্বেই থাবা বসাচ্ছে ।এর বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশে রেড রান ম্যারাথন নামের এক সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে ।এই সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলায় এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।এই ম্যারাথন দৌড় এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র বলেন, এইচআইভি এবং এইডস নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে একাংশের যুবকদের নেশাগ্রস্ততার কারণে কিছুটা বৃদ্ধি পেয়ে চলছে ।এই বিষয়ে যুবসমাজ এবং মানব সমাজকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে রেড রান ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন ,এইডস এবং এইচআইভির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে ।যুব সমাজকে এই লড়াইয়ে মুখ্য ভূমিকা নিতে হবে ।এইচ আই ভি এবং এইডসকে পরাজিত করার লড়াইয়ে যুবসমাজের পাশে থাকবে প্রশাসন এবং গোটা সমাজ।

এই ম্যারাথন দৌড় উমাকান্ত একাডেমির সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। ম্যারাথনে রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যাই ছিল বেশি। রেড রান ম্যারাথনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য