রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করল যুব মোর্চার বনমালী পুর মন্ডলের কর্মী সমর্থকরা ।সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে যুব মোর্চার কর্মীরা এই কর্মসূচি পালন করে ।বনমালীপুর মন্ডলের যুব মোর্চার কর্মীদের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজধানীর শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।
সোমবার ২৫ নভেম্বর ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ৫৩ তম জন্মবার্ষিকী। প্রিয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে বনমালীপুর মন্ডলের যুব মোর্চার কর্মী সমর্থকরা। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে তারা খাদ্য সামগ্রী এবং কম্বল বিতরণ করেন ।প্রিয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব মোর্চার কর্মী সমর্থকরা নিজেরাই এই উদ্যোগ গ্রহণ করেন। এই প্রসঙ্গে ৯ বনমালীপুর মন্ডলের যুব মোর্চার সহ-সভাপতি আকাশদীপ সাহা জানান, তারা তাদের সাধ্যমত শহরের বিভিন্ন এলাকার ৭০ থেকে ৮০ জন দুস্হ নাগরিকদের মধ্যে খাদ্য সামগ্রী এবং কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন ।৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের দীর্ঘায়ু কামনা করে তাকে জন্মদিনের অভিনন্দন জানান তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বনমালীপুর মন্ডলের যুব মোর্চার কর্মীদের কাছ থেকে খাদ্য সামগ্রী এবং শীতবস্ত পেয়ে খুশি শহরের বিভিন্ন প্রান্তের দুস্থ জনেরা। যুব মোর্চার এই ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজধানীর বিভিন্ন অংশের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।