জানা গিয়েছে, গতকাল পেশাগত দায়িত্ব সেড়ে রাতে বাড়ি ফিরছিলেন চিত্র সাংবাদিক সুজিত আচার্য্য। ঠিক তখন আমতলী এলাকাতে আসার পরেই সুজিতের উপর এই আক্রমণ সংঘটিত করে দুষ্কৃতিকারীরা, এমনকি লোহার রড দিয়ে তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। একপ্রকার প্রানে মারার উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয় বলেই ধারনা করা হচ্ছে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পায় সে, সাংবাদিক সুজিত আচার্জী এই মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। আবারও সাংবাদিক নিগ্রহের ঘটনা চাউর হতেই রাস্তায় নামে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, তৎপরতা চালায় পুলিশও, এই ঘটনার সাথে জড়িত ৬ জনকে জালে তুলে পুলিশ।
এছাড়া সোমবার সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। পাশাপাশি এই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে, তার সাথে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আশা করছে আগরতলা প্রেস ক্লাব৷