Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যপ্রজ্ঞা ভবনে জাতীয় জনজাতি দিবস উদযাপিত

প্রজ্ঞা ভবনে জাতীয় জনজাতি দিবস উদযাপিত

জাতীয় জনজাতি দিবস পালিত হলো রাজ্যে ।এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন, বিশিষ্ট জনজাতি ব্যক্তিত্ব নিমাই মুরাসিং, হস্তশিল্প ও রেশম চাষের যুগ্ম পরিচালক পদ্মশ্রী স্মৃতি লেখা চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে চিফমিনিষ্টার্স ট্রাইবেল wivers ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সূচনা করা হয়।

শুক্রবার রাজ্যে জাতীয় জনজাতি দিবস পালিত হল। এই উপলক্ষে প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের হস্ততাত শিল্প ও রেশম চাষ দপ্তর ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন, বিশিষ্ট জনজাতি ব্যক্তিত্ব নিমাই মুরাসিং, হস্তশিল্প ও রেশম চাষের যুগ্ম পরিচালক পদ্মশ্রী স্মৃতি লেখা চাকমা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে চিফ মিনিস্টারস ট্রাইবেল ওয়েভার ডেভলপমেন্ট প্রোগ্রামের সূচনা করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে পূর্বাশার চেয়ারম্যান জানান ,দুটি ভাগে এই অনুষ্ঠান হচ্ছে ।একটি হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন এবং অপরটি হচ্ছে হস্ত তাঁত শিল্পের সাথে যুক্ত জনজাতি শিল্পীদের উৎসাহ প্রদান করা ।তিনি জানান, জনজাতি সম্প্রদায়ের হস্ত ও তাত শিল্পীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এক্ষেত্রে সরকারের মূল লক্ষ্য হলো জনজাতি অংশের হস্ততাতশিল্পীরাও যেন সাবলম্বী হয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার কাজে এগিয়ে আসতে পারে।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি হস্ত ও কারু শিল্পীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অনেকেই চিরাচরিত পোশাক পরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য