তেলিয়ামুরা মহাকুমার কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নিগ্রহের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ বা এটি এস সি এস এস। এদিন সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষককে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠন।
সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তুলকালাম কান্ড ঘটে যায়। এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে কিছু আপত্তিকর অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়েই কম্পিউটার শিক্ষককে চূড়ান্তভাবে অপমানিত এবং শারীরিকভাবে নিগৃহীত করা হয় ।এই নিগ্রহের ঘটনায় বিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রী কিছু অভিভাবক যুক্ত রয়েছেন বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে ।এই ঘটনা কে কেন্দ্র করে গোটা রাজ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক সংগঠনের পক্ষ থেকেই শিক্ষক নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ।শুক্রবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ ।সংগঠনটি সংশ্লিষ্ট গোটা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নিকট দাবি জানিয়েছে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে সভাপতি ভবেশ চক্রবর্তী এই দাবি জানান। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ,কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ঘটনার সত্যতা প্রকাশের জন্যই তারা এই দাবি উত্থাপন করেছেন ।তিনি আরো জানান ,সংশ্লিষ্ট কম্পিউটার শিক্ষককে শিক্ষক নিয়োগ কারী সংস্থা চাকরিচ্যুত করেছে ।এই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কি করে সংস্থাটি এই শিক্ষককে চাকরিচ্যুত করতে পারলো ।সংস্হার এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি ভাবেশ চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ,আক্রান্ত শিক্ষক বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানায় সংশ্লিষ্ট ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করেছেন ।মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক।