বন দপ্তরের ৩৬৩ জন বনমিত্র কর্মচারী হিসেবে কর্মরত। অনেকে তার ভেতর প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করে চলেছেন। গতসাত বছর আগে তাদেরকে ফাইনান্সের এপ্রুভাল দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। বন মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবার দ্বারস্থ হয়েছে কোন ধরনের সদ উত্তর পায়নি। ফলে বুধবার বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেছে তারা গোর্খা বস্তিস্থিত নেহেরু পার্কের সামনে এবং সরকারের কাছে দাবী জানান অবিলম্বে যেন তাদেরকে স্কেল প্রদান করা হয়। এদিন এক বিক্ষোভকারী কর্মী সংবাদ মাধ্যমকে জানান এরা একজন সরকারি কর্মচারী হিসাবে যা যা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা সবই পাচ্ছেন কিন্তু দুঃখের ব্যাপার হল তাদের বেতন শুধুমাত্র ১২০০০ টাকা , যা দিয়ে বর্তমানে বাজারের সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যখন আকাশছোয়া এই সময় এই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা দুস্কর হয়ে দাঁড়িয়েছে। তাই এদিন বিক্ষোভস্থল থেকে তাদের বেতনের স্কেল যেন বাড়িয়ে দেওয়া হয় তার করজোড়ে আবেদন রাখেন রাজ্য সরকারের নিকট।