দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ছয় দিনের মাথায় মৃত্যু হল গুরুতর আহত স্ত্রীর। নিহত গৃহবধূর নাম সোমা দাস দেব। গত শুক্রবার গভীর রাতে খোয়াইয়ের মহাদেব টিলা থেকে বেলতলী আসার পথে গাড়ির সাথে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী রঞ্জিত দেবের ।ঘটনায় গুরুতর আহত তাদের কন্যা দেবশ্রী দেব এখনো জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত শুক্রবার গভীর রাতে সামাজিক অনুষ্ঠান থেকে বাইকে করে স্ত্রী সোমা দাস দেব এবং কন্যা দেবশ্রী দেবকে নিয়ে খোয়াইয়ের মহাদেব টিলা থেকে বেলতলা স্থিত নিজ বাড়িতে ফিরছিলেন কাঠ ব্যবসায়ী রঞ্জিত দেব ।এই সময় মহাদেব টিলা চৌমুহনীর কাছে তার বাইকটিকে একটি দ্রুত গতির গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন রঞ্জিত দেব ,তার স্ত্রী সোমা দাস দেব এবং কন্যা দেবশ্রী দেব । স্থানীয়দের মাধ্যমে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সোমা দাস দেব এবং দেবশ্রী দেবকে আশঙ্কা জনক অবস্থায় সাথে সাথে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । জিবি হাসপাতালে মা এবং মেয়ের চিকিৎসা চলছিল । বুধবার সকালে চিকিৎসকদের সব রকমের প্রয়াস ব্যর্থ করে দিয়ে গুরুতর আহত সোমা দাস দেব মৃত্যুর কোলে ঢলে পড়েন ।এদিন মৃতার এক নিকট আত্মীয় এই সংবাদ জানান।
এই ঘটনায় গুরুতর আহত প্রয়াত রঞ্জিত দেব এবং সোমা দাস দেবের কন্যা দেবশ্রী দেব বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে খোয়াই থানার পুলিশ তদন্তে নেমে অভিশপ্ত গাড়িটিকে আটক করেছে। বুধবার ময়না তদন্তের পর মৃত সোমা দাস দেবের দেহ শোকার্ত পরিজনদের হাতে তুলে দেওয়া হয় । নিয়তির কি নিষ্ঠুর পরিহাস । স্ত্রী জানলো না তার স্বামী নেই । আর গুরুতর আহত মেয়ে জানলো না তার বাবা ও মা আর বেচে নেই। এই ঘটনায় খোয়াইয়ের বেলতলী এলাকায় শোকের ছায়া নেমে আসে।