ব্যবসায়িক পার্টনারের বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম শুভাগত চক্রবর্তী ,ওরফে অভিজিৎ। বাড়ি রাজধানীর যোগেন্দ্র নগরের রেন্টাস কলোনি এলাকায়। ঘটনা আখাউড়া রোড স্থিত রতন চৌধুরীর বাড়িতে ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
রাজধানীর আখাউড়া রোড ব্যবসায়িক রতন চৌধুরীর বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ বাড়ি আগরতলার যোগেন্দ্রনগর এর রেনটাস কলোনি এলাকায়। জানা গেছে শনিবার সকালে শুভাগত চক্রবর্তী বাড়ি থেকে বাইক নিয়ে বড় হন। এরপর তিনি আর বাড়ি ফিরে নি বাড়ি থেকে তাকে বেশ কয়েকবার মোবাইলের যোগাযোগ করা হলেও মোবাইল ফোন থেকে অন্য কেউ কথা বলছিলেন রবিবার সকালে রাজধানীর আখাউড়া রোড রতন চৌধুরীর ফ্ল্যাটের একটি ঘর থেকে শুভাগত চক্রবর্তী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটিকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির এক নিকট আত্মীয়।
এদিকে মৃতদেহ উদ্ধার নিয়ে বাড়ির মালিক রতন সূত্রধর সাংবাদিকদের জানান শুভাগত চক্রবর্তী সাথে উনার ব্যবসায়িক লেনদেন রয়েছে এই লেনদেনের হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে শনিবার বিকেলে তিনি তার বাড়িতে যান প্রায় সময়ই শুভাগত বাবু তার বাড়িতে যেতেন একসাথে খাওয়া দাওয়া করতেন কোন কোন দিন এই বাড়িতে রাত কাটাতেন তিনি শনিবারও এমনটাই হয়েছিল রতন চৌধুরী উনার স্ত্রী এবং বন্ধু শুভাগত চক্রবর্তী একসাথে খাওয়া দাওয়া করেন খাওয়া-দাওয়া শেষে গল্প গুজব করেন তারা পরে রতন চৌধুরীদের পাশের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি রবিবার সকালে রতন চৌধুরী চা করে উনাকে চা খাওয়ার জন্য ডাকেন একাধিক বার ডাকলেও শুভাগত চক্রবর্তীর কোন সাড়া মিলে না শেষ পর্যন্ত তারা বিষয়টি পশ্চিম থানায় জানান।
জানা গেছে মৃত শুভাগত চক্রবর্তীর বাইকটি মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার করা হয়েছে আর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আখাউড়া রোড রতনচৌধুরী বাড়ি থেকে মহারাজগঞ্জ বাজার থেকে আখাউড়া রোডে তিনি কি করে এলেন এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকেই অভিযোগ উঠছে শুভাগত চক্রবর্তীকে মহারাজগঞ্জ বাজার থেকে অপহরণ করে আখাউড়া রোডের রতন চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।