রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে চার বাম মন্ত্রী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এদিনের মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানায়। মিছিল শেষে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সংবাদমাধ্যমকে জানান রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন জায়গায় নিজ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছেন প্রসঙ্গত এ রাজ্যে অন্য বস্ত্র বাসস্থানের খোঁজে আসা এক ফেরিওয়ালাকে মন্ত্রীর নির্দেশে পেটানো হয়েছে এবং তিনি বারবার দলীয় কর্মীদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর জন্য সুড়সুড়ি দিয়ে চলেছেন। তাই এদিনের মিছিলের মধ্য দিয়ে সংগঠন রাজ্য সরকারের নিকট আবেদন রাখেন মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য কে কেন্দ্র করে মন্ত্রীর বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাছাড়া রাজ্য সরকার যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ধরা হবে যে রাজ্য সরকার এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিগুলিকে প্রশ্রয় দিচ্ছেন বলে।