গরিব কোথায় যাবে গরিবদের মাথা গুজার ঠিকানা করে দিন এমনি দাবী রাখলেন বর্ডার গুলচক্করের লাইট হাউজের সংলগ্ন এলাকাবাসীরা শুক্রবার তাদের থাকার বন্দোবস্ত করার দাবি নিয়ে বর্ডার গোল চক্করে টায়ার পুরিয়ে রাস্তা আবরোধে বসে।
বর্ডার গোলচক্কর এলাকায় রাজ্য সরকারের বহুতল বিশিষ্ট লাইট হাউস নির্মাণ হচ্ছে বিগত তিন বছর আগে থেকে এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি লাইট হাউজ নির্মাণ করার আগে ঐ সমস্ত এলাকায় যে সকল বাড়িঘর ছিল তাদের বাড়িঘর দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়েছিল জায়গা প্রশস্ত করার জন্য পুরো নিগমের পক্ষ থেকে সে সময় তাদেরকে আশা দিয়েছিলে লাইট হাউস নির্মাণ হলে পরে তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দেবেন সেই মোতাবেক বাড়িঘর ছাড়া লোকেরা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন কিন্তু তারা যে অবস্থায় থাকছেন তাতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে বার কয়েক পুরোনো নিগম কে জানিয়েও তাদের সমস্যার শুরু হয় নি পাশাপাশি ওই এলাকার রাস্তা কাটো খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে সেগুলোকেও মেরামত করার ব্যবস্থা গ্রহণ করেন নি। শুক্রবার এলাকাবাসীরা তাদের দাবি গুলো নিয়ে বর্ডার গুলচক্কর এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে বসে পড়েন তারা দাবি করেন অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান না হলে তারা রাস্তা অবরোধ মুক্ত করবেন না।