Thursday, November 14, 2024
বাড়িখবররাজ্যআগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস

আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস

আগামীকাল সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এক সংবাদিক সম্মেলনে একথা জানান। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে জনজাতি অংশের মানুষ অংশ নেবেন। এতে জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করা হবে। তিনি জানান, ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে বিহারের জামুইতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, চতুর্থ জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে একটি র‍্যালি বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে মিলিত হবে। সন্ধ্যা ৫টা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ১নং হলে জনজাতি লোকনৃত্য ও লোকসংগীত নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়াও রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে সন্ধ্যা ৫টা থেকে জনজাতিদের বিভিন্ন খাবারের উপর একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য