অন্যান্য বছরের মতো এবারও ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৭১তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ দেশ জুড়ে পালিত হয়। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হয় । এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর টাউন হলে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান করা হয়।রাজ্য সরকারের সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়।প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে ৭১ তম সমবায় সপ্তাহ বাক্য ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অতিথিরা। দুই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রান্ত সিংহ রায় বলেন একসময় রাজ্যের সমবায় সমিতি গুলো মুখ থুবড়ে পড়েছিল দরজা পর্যন্ত খোলা হয়নি ঋণ ফেরত দেওয়ার ব্যবস্থা ছিল না বর্তমান রাজ্যে ৪২০৫টি বিভিন্ন পেশা ভিত্তিক সমবায় সমিতি আছে বর্তমান রাজ্যের সরকার আসার পর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কিভাবে সমবায় সমিতি গুলোকে উজ্জীবিত করা যায় সেই লক্ষ্যে কাজ করাতে সমবায় সমিতি গুলো ভালো ভাবে কাজ করছে বলে উনার বক্তব্য তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।