Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যরাজধানীর কৃষ্ণনগর থেকে ধৃত এক চোর

রাজধানীর কৃষ্ণনগর থেকে ধৃত এক চোর

কৃষ্ণনগর কদমতলা রোড এলাকা থেকে চুরি কান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম উমেশ কুমার ।বাড়ি উত্তরপ্রদেশ।সে রাজধানীর পার্ক লাইন হোটেলে সহকারি ম্যানেজার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।ঘটনা বুধবার সকালে রাজধানীর কৃষ্ণনগর কদমতলা এলাকায় ।ধৃত অভিযুক্তের নাম উমেশ কুমার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই যুবক কৃষ্ণনগর কদমতলা এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নাম করে চুরি করত। এলাকার একটি ঔষধের দোকান থেকেও সে ঔষধ কেনার নাম করে বিভিন্ন জিনিস ব্যাগে পুড়ে নিয়ে যেত। বিষয়টি ঔষধের দোকানের সিসি টিভির ক্যামেরায় ধরা পড়ে ।বুধবার উমেশ কুমার সংশ্লিষ্ট ঔষধের দোকানে যায় এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী নিজের ব্যাগে পুড়ে নেয় ।ঔষধের দোকানের কর্মচারীরা স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পশ্চিম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত উমেশ কুমার কে ধরে পশ্চিম থানা নিয়ে আসে ।এদিন স্থানীয়রা এই সংবাদ জানান।

জানা গেছে ধৃত উমেশ কুমার রাজধানীর পার্ক লাইন নামে একটি হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতো ।তার বাড়ি উত্তরপ্রদেশ ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য