যানজট মুক্ত করে স্মার্ট স্মৃতি আগরতলা শহরকে যান চলাচলে সচ্ছল করার লক্ষ্যে টাস্ক ফোর্স এর অভিযান অব্যাহত রয়েছে ।মঙ্গলবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী হয়ে নেতাজি সুভাষ রোডে অভিযান সংঘটিত করে পুলিশ ,ট্রাফিক ইউনিট, পরিবহন দপ্তর এবং আগরতলা পৌরনিগমের আধিকারিকদের নিয়ে ঘটিত টাস্ক ফোর্স ।এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান এক আধিকারিক।
শহরে যানজট বেড়েই চলছে। যানজটের কারণে নাজেহাল রাজধানীবাসী। এই যানজটের কারণে রাজধানী আগরতলায় যান চলাচলের গতি হ্রাস পাচ্ছে ।গোটা বিষয়টি খতিয়ে দেখে শহরের রাজপথ গুলি থেকে যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই পুলিশ ,ট্রাফিক ইউনিট ,পরিবহন দপ্তর এবং আগরতলা পৌরনিগমের আধিকারিকদের নিয়ে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স ।টাস্ক ফোর্স সম্প্রতি রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান সংঘটিত করে চলছে। মঙ্গলবার টাস্ক ফোর্স এর আধিকারিকরা পোস্ট অফিস চৌমুহনী থেকে শুরু করে নেতাজি চৌমুহনী হয় এন এস রোডে অভিযান সংঘটিত করে ।অভিযানকালে বেআইনিভাবে রাস্তার উপর রেখে দেওয়া একাধিক যানবাহনের উপর নোটি শ লাগিয়ে দেন আধিকারিকরা। পাশাপাশি ফুটপাতে রাখা সাইনবোর্ডগুলিও সরিয়ে ফেলেন তারা ।এই প্রসঙ্গে ট্রাফিক ইউনিটের এক আধিকারিক জানান, শহর থেকে যানজট মুক্ত করার লক্ষ্যেই তাদের এই অভিযান। মানুষ যেন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে সেই ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা ।তাদের এই উদ্যোগকে সফল করে তুলতে সকলে সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত রাজধানীর গলি থেকে রাজপথ পর্যন্ত যানজটের ঘটনা বৃদ্ধি পায় ।এতে সমস্যায় পড়তে হয় অফিস যাত্রী এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ।অনেকেই সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারেনা ।এই অবস্হায় যানজট নিরসনে প্রশাসনের এই ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। জনসাধারণের অভিমত, এই ধরনের প্রশাসনিক উদ্যোগ শহরকে যানজট মুক্ত রাখতে সাহায্য করবে।