সোমবার পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন কার্যক্রমে মহিলার প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে আগরতলার প্রজ্ঞা ভবনে আজ দুই দিনের সেমিনার অনুষ্ঠিত হয়।ত্রিপুরা সরকারের গ্রামগ্রোয়ন এবং পঞ্চায়েত দপ্তরের মাননীয় সচিব ডা. সন্দীপ আর রাঠৌড়, ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধিকর্তা রমিত মৌর্য এবং পুনের যশদার ডেপুটি ডিরেক্টর জেনারেল, ড. মল্লিনাথ কালশেট্টি মহোদয়দের উপস্থিতিতে দুদিনের পরামর্শমূলক সেমিনারের উদ্বোধন হয়। ছয়টি (০৬) রাজ্যের অংশগ্রহণকারীরা, যেমন সিকিম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যাণ্ড, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই সেমিনারটি বিশেষ গুরুত্ব পেয়েছে, যেখানে মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চায়েত আসনে পুরুষ আত্মীয়, বিশেষত স্বামীরা “প্রধান পতি” হিসেবে প্রক্সি প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতাব বিস্তার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সেমিনারের উদ্দেশ্য, মহিলাদের প্রকৃত নেতৃত্ব ও দায়িত্ব পালন করতে বাধা হয়ে দাঁড়ানো প্রক্সি ব্যবস্থাপনার বিরোধিতা করা এবং পঞ্চায়েতের প্রতিটি পর্যায়ে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। মহিলা জনপ্রতিনিধিরা প্রায়ই প্রশাসনিক ও সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, যেখানে তাদের নির্বাচিত হওয়া সত্ত্বেও পরিবারের পুরুষ সদস্য বা “প্রধান পতি” তাদের দায়িত্ব পালন করেন, যা মহিলাদের ক্ষমতায়নে একটি বড় বাধা।তাছাড়া দুই দিনব্যাপী সেমিনারে মূলত আলোচ্য বিষয় ছিল প্রক্সি প্রতিনিধিত্বের ক্ষতিকর প্রভাব এবং স্বাধীনভাবে মহিলা প্রতিনিধিদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনসহ সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রের জনগণ ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেওয়া। এদিন উদ্বোধনী পর্বের পর, আমন্ত্রিত বক্তারা নারী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে পঞ্চায়েতের যুগ্ম অধিকর্তা শ্রী, অনুরাগ সেন ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করে সেমিনারের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের কর্মশালায় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতি মমতা ভার্মা তার বক্তব্যে জানান, এই সেমিনার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রক্সি প্রতিনিধিত্ব বন্ধের জন্য সুপ্রিম কোর্টের আদেশ মহিলাদের নিজস্ব নেতৃত্বে পরিচালিত পি.আর.আই ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে।
উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে প্রায় ৮০ জন প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটি সাফল্য মণ্ডিত হয়ে উঠে। এদিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের আর.ডি (পঞ্চায়েত) দপ্তরের সচিব ডা: সন্দীপ আর রাঠোড়। এছাড়া সেমিনারে অংশ নেন পঞ্চায়েত রাজ মন্ত্রকের অধিকর্তা রমিত মোর্য, পুনের যশদা কেন্দ্রে ডেপুটি ডিরেক্টর জেনারেল ডঃ মল্লিনাথ কালশেট্টি। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের মহিলা প্রতিনিধিরা সেমিনারে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ত্রিপুরার জেলা পরিষদের মহিলা সভাধিপতিগণ, পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারপার্সনগণ, গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানগণ এবং বিভিন্ন মহিলা স্বনির্ভর দলের সদস্যারা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ ও মহিলা ক্ষমতায়ন নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।