রবিবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয় পেট্রোলের জন্য দীর্ঘ লাইন। বাইক থেকে শুরু করে ছোট বড় সমস্ত যানবাহনের লাইন পড়ে যায়। পেট্রোল পাম্প থেকে তেলের লাইন দীর্ঘায়িত হয়ে জাতীয় সড়ক ছাড়িয়ে যায়। কে কার আগে বাইক এবং যানবাহনে পেট্রোল নেবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিন্তু পেট্রোল পাম্প থেকে বাইকে ২০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না। দীর্ঘক্ষণ কেউ এক ঘন্টা কেউ ৪০ মিনিট রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছে। বাইক এবং ছোট-বড় যানবাহন মালিকদের এবং চালকদের ভয় যদি তেল শেষ হয়ে যায়। কারণ রাজ্যের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তার স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি মহকুমার পেট্রোল পাম্প গুলোতে রেশনিং ব্যবস্থার মাধ্যমে তেল দেওয়া হবে। এই খবরে রবিবার দিন সকাল থেকে বাইক সহ সমস্ত ছোট বড় যানবাহন দের দীর্ঘ লাইন পড়ে যায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে।