শুরু খোয়াই জেলার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গত ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছরের ছাত্রছাত্রীদের কোভিড- ১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে । উক্ত কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছরের ছাত্রছাত্রীদের কোভিড -১৯ টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারাভিযান করছেন । প্রথম দিন খোয়াই জেলার তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৩১ জন ছাত্রছাত্রীকে কোভিড- ১৯ কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেওয়া হয় । টিকাকরণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা ছাত্রছাত্রীদেরকে কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত সকল প্রকার কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।