রাস্তায় অবৈধভাবে দার করানো গাড়িতে অগ্নিকান্ড।এই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কেকের দোকানে।দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনে।ঘটনা রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায়।সাত সকালে অগ্নিকান্ডের ঘটনায় কর্নেল চৌমুহনী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাস্তায় দাড় করানো গাড়িতে লাগা আগুনে পুড়ে ছাই একটি কেকের দোকান।ঘটনা শনিবার সকালে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় ।জানাগেছে,কর্নেল চৌমুহনীস্হিত একটি কেকের দোকানের সামনে কে বা কারা একটি মারুতী গাড়ি রেখে যায়। এলাকাটি নো পার্কিং জোন হলেও পরিবহন দপ্তরের নিষেধাজ্ঞ অমান্য করেই সংশ্লিষ্ট গাড়িটি এখানে পার্কিং করানো হয় আবার অনেকের মতে দ্রুতগতির মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কেকের দোকানের দরজায় ধাক্কা মারে গাড়িতে আগুন লেগে যায় সেই আগুন দ্রুত কেকের দোকানে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা দোকানে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় দৌড়ঝাপ শুরু হয় এরই মধ্যে দোকানের পেছনের বাড়িতে থাকা দোকান মালিক দীপক চক্রবর্তীর ছেলে ঘটনা স্থলে ছুটে আসে তিনি দমকল অফিসে খবর দেন খবর পেয়ে আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকলে কর্মীরা ঘটনার স্থলে ছুটে যায় এবং তৎপরতার সাথে কিন্তু এরই মাঝে আগুনের লেলিহান শিখায় কেকের দোকানটি প্রচুর ক্ষতি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ ধিক টাকা বলে জানান দমকলের এক আধিকারীক।
এদিন দোকান মালিক দীপক চক্রবর্তী ছেলে জানান এলাকাটি নো পার্কিং জোন কিন্তু গাড়ির মালিকরা নো পার্কিং জোনেই অবৈধভাবে গাড়ি রেখে যান গাড়িওয়ালাদের এই কাণ্ডকারখানায় তার নিজের দোকানসহ অন্যান্য দোকানের মালিকদেরও ব্যবসা-বাণিজ্যে প্রচুর অসুবিধা পোহাতে হয় তিনি জানান অগ্নিকাণ্ডে তার দোকানের একটি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।
এদিন সাত সকালের এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা জানান সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারা গেলে ঘন বসতিপূর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়া আশঙ্কা ছিল এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেত।