বিশালগড় মহকুমা হাসপাতালে আওতাধীন রামছড়া বিদ্যালয়ে গত ১৫ মার্চ বিশালগড় মহকুমা ভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় । উক্ত স্বাস্থ্য মেলার শুভ উদ্বোধন করেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস । উক্ত স্বাস্থ্য মেলায় মোট ২৫১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুসারে ঔষধ প্রদান করেন । এর মধ্যে ৪৮ জনের ডায়াবেটিস , একজনের ম্যালেরিয়া ও একজনের টাইফয়েড এবং ১৭ জনের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় । এই শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌম্যকান্তি সিনহা , ডাঃ তপশ্ৰী পাল , ডাঃ শঙ্কর আচার্য , ফার্মাসিস্ট আশিস ভৌমিক , ল্যাব টেকনিশিয়ান গোবিন্দ দাস । উক্ত শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলকে ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া , অ্যানিমিয়া ও কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।