কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত মেঘলিবন্দ উপস্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন মেঘলিবন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৬ মার্চ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ৩২ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন । তাতে মা ছিলেন ১৫ জন ও শিশু ছিল ১৭ জন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও সুনীতি জমাতিয়া রক্তাল্পতা প্রতিরোধে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ , শিশুদের নিয়মিত টিকাকরণ , গর্ভবতী মায়েদের হাসপাতালে কমপক্ষে চারটি প্রাক প্রসব পরীক্ষা , হাসপাতালে প্রসব করানো নিয়ে পরামর্শ প্রদান করেন । তাছাড়া ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড- ১৯ প্রতিহত করার জন্য বিস্তারিত আলোচনা করেন । এই কর্মসূচিতে এলাকার আশাকর্মী বিমলা দেববর্মা , আশা ফেসিলিটেটর মীরা দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে সকলকে পুষ্টিকর আহার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।