Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যখুমুলুঙে দক্ষতা বৃদ্ধির জন্য সেন্টার অফ এক্সিলেন্স হচ্ছে

খুমুলুঙে দক্ষতা বৃদ্ধির জন্য সেন্টার অফ এক্সিলেন্স হচ্ছে

হোটেল শিল্পে দক্ষতা বৃদ্ধির জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স হচ্ছে ।সংশ্লিষ্ট বিষয়ে এডিসি প্রশাসনের সাথে টাটা স্ট্রাইভ এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা আই এইচ সি এল-এর একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এডিসি প্রশাসনের পক্ষে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই সংবাদ জানিয়েছেন।

হোটেল শিল্পে রাজ্যের উদ্যোগী যুবক যুবতীদের জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স হতে চলছে। এডিসি’র সদর দপ্তর খুমুলুঙে এই সেন্টার অফ এক্সিলেন্স তৈরি হবে ।সংশ্লিষ্ট বিষয়ে বৃহস্পতিবার এডিসি প্রশাসন এবং টাটা স্ট্রাইভ ও তাজ হোটেল গ্রুপের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা আই এইচ সি এল-এর সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে ।রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই মৌ সাক্ষরিত হয়। এই মৌ সাক্ষর অনুষ্ঠানে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য বা সি ই এম পূর্ণচন্দ্র জমাতিয়া ,তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, লোকসভার সাংসদ কৃতি দেবী দেববর্মন এবং রাজ্যের মন্ত্রী বৃশকেতু দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও সি.কে জমাতিয়া, টাটা স্ট্রাইভের চিফ অপারেটিং অফিসার অমিয় ভাঞ্ঝারি এবং আই এইচ সি এল-এর জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস চুক্তিপত্রে স্বাক্ষর করেন ।এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান, দিনটি একটি ঐতিহাসিক দিন ।এই সেন্টার অফ এক্সিলেন্সে ২৫০ জন ছাত্রছাত্রী হোস্টেলে থেকে সার্ভিস সেক্টর ,হোটেল সেক্টর এবং আই এইচ সি এল থেকে দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারবে।

এদিন চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আরো জানান ,রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে দিতেই এই মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য