গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে এক শিশুসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করলো জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিকরা হলো মোহাম্মদ জালাল আওলাদার ,রুমা বেগম এবং তাদের চার বছরের শিশুকন্যা। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হয়। এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে এক শিশু কন্যা সহ মোট তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। গোপন সংবাদে খবর পেয়ে জিআরপি থানা ,আরপিএফ, বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরা মঙ্গলবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে বিকেল তিনটের দিকে পার্সেল গেট দিয়ে শিশু কন্যাকে কোলে নিয়ে এক পুরুষ ও মহিলাকে স্টেশনের দিকে সন্দেহজনক ভাবে আসতে দেখে পুলিশ। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা দাবি করে ,তারা ভারতীয় নাগরিক। কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিআরপিএফ থানায় নিয়ে আসে এবং সেখানে জোর জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে সোমবার রাতে বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ।কাজের উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশন থেকে বহিরাজ্যে যাচ্ছিল বলে তারা পুলিশকে জানায় ।বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান।
এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক আরো জানান ,ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে ।এই মোবাইল সেট গুলো ট্র্যাক করে অবৈধভাবে সীমান্ত পারাপারে তাদের সাথে আর কারা জড়িত ছিল বা কে তাদের সাহায্য করেছে তা জানতে চেষ্টা করবে পুলিশ।