Wednesday, March 19, 2025
বাড়িখবররাজ্যজিরানিয়ার আইডিটিআর-এ ৩৭ জন মহিলা চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান

জিরানিয়ার আইডিটিআর-এ ৩৭ জন মহিলা চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান

জিরানিয়ার আইডিটিআর-এ ৩৭ জন মহিলাকে প্রশিক্ষণের পর ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ,রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া সহ অন্যান্যরা।

২০২৩ সালের এপ্রিল মাসে জিরানিয়ায় একটি ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসার্চ সংক্ষেপে আইডিটিআর গড়ে তোলা হয় ।এর মূল উদ্দেশ্য হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োজিত গাড়িচালকদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া এবং পেশাদার গাড়ি চালকদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণ কেন্দ্রেই গত সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৭ জন মহিলাদের গাড়ি চালনার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শংসাপত্র বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ,রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া ,অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী ,জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল প্রশিক্ষণের পর লাইসেন্স প্রাপ্ত মহিলা চালকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়ন নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে বহু কথা বলা হয়েছে ।কিন্তু বাস্তবে তারা কেউই সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন রূপরেখা তুলে ধরতে পারেননি।কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর মহিলাদের ক্ষমতায়নের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে। আমাদের রাজ্যেও চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে। মন্ত্রী বলেন ,শুধু চাকরি ক্ষেত্রেই নয় ,বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদানেও মহিলাদের বাদ দিয়ে কোন মতেই সম্ভব নয় ।তিনি আরো বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহিলা ক্ষমতায়নের কথা বারবার বলে থাকেন। আজকের এই মহিলা চালকদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান তারই একটি নিদর্শন।

উল্লেখ্য চালু হওয়ার পর থেকে জিরানিয়ার ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসার্চ এ এখন পর্যন্ত তিনটি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এন আই টি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিরা বিজ্ঞানসম্মতভাবে তাদের প্রশিক্ষণ প্রদান করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য