Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যডিজে সিস্টেম সহ এক গাড়ি আটক করল পশ্চিম থানার পুলিশ

ডিজে সিস্টেম সহ এক গাড়ি আটক করল পশ্চিম থানার পুলিশ

কালীপুজোর দশমী থেকে ফেরার পথে ডিজে সিস্টেম সহ একটি গাড়ি আটক করেছে পশ্চিম থানার পুলিশ। সংশ্লিষ্ট বিষয়ে ডিজে সিস্টেমের দুই মালিকের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ। হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়েই এই ধরনের অভিযান বলে জানান পশ্চিম থানার পুলিশ আধিকারিক পরিতোষ দাস।

শব্দ দানব ডিজে সিস্টেমের দাপটে অতিষ্ঠ রাজধানী বাসি। উৎসবের মরশুমে ডিজে সিস্টেম বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে আগতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।কিন্তু মুখ্যমন্ত্রী এবং মেয়র এর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শারদ উৎসব এবং কালীপুজোয় শব্দ দানব ডিজে সিস্টেমের দাপটে তিষ্ঠিত হয়ে উঠে রাজধানী বাসী। রবিবার ছিল দীপাবলি উপলক্ষে আয়োজিত কালীপুজোর দশমী ।রাজধানী আগরতলা পৌর নিগমের অন্তর্গত বারোটি দশমি ঘাটেই কালী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় ।এই বিসর্জন প্রক্রিয়াতেও চলে ডিজে সিস্টেমের দাপট ।রবিবার এর বিরুদ্ধে অভিযানে নামে পশ্চিম থানার পুলিশ। অভিযানে নেমে পুলিশ ডিজে সিস্টেম সহ একটি গাড়িকে আটক করে। রামনগরের একটি এলাকার শ্যামা পূজোর উদ্যোক্তারা দশমী পর্ব সেরে ফেরার পথে ডিজে সিস্টেমের বিকট শব্দে গান বাজিয়ে ফিরছিল। তখন পুলিশ অভিযান চালিয়ে ডিজে সিস্টেম সহ টি আর জিরো ওয়ান এ জে ১৫৫৬ নম্বরের গাড়িটি আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। সোমবার পশ্চিম থানার পুলিশ আধিকারিক পরিতোষ দাস এই সংবাদ জানান ।তিনি জানান, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই ধরনের অভিযান সংঘটিত করা হয়েছে ।এই ক্ষেত্রে ননীগোপাল দে এবং সত্যব্রত দের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে ।পশ্চিম থানার ওসি আরো জানান, দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত মোট চারটি ডিজে সিস্টেম সহ গাড়ি আটক করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ডিজে সিস্টেম বন্ধের বিষয়ে প্রশাসন রাজধানীর বিভিন্ন ডিজে সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক করে। বৈঠকে মালিকদের ডিজে সিস্টেম পরিচালনা করার ক্ষেত্রে যে সকল আইন-কানুন রয়েছে সে সম্পর্কে অবহিত করা হয়। কিন্তু এতসব উদ্যোগ গ্রহণের পরও পুজোয় শব্দ দানবের দাপট বিন্দুমাত্র কমেনি ।এবার ধরপাকর শুরু হওয়ায় এর দাপট কমবে বলে মনে করছে বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য