বারোদিনব্যাপী ৪০ তম আগরতলা বইমেলা আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে চলছে । মেলা শেষ হবে ৫ এপ্রিল । এই উপলক্ষে পুস্তক বিক্রেতা , প্রকাশকদের মধ্যে স্টল বন্টনের উদ্দেশ্যে আজ কম্পিউটারাইজড লটারি অনুষ্ঠিত হয় । তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কার্যালয়ে আয়োজিত এই লটারিতে মোট ১২১ টি স্টলের লটারি করা হয়েছে । এর মধ্যে রয়েছে বৃহৎ আকারের ২৯ টি , বড় আকারের ৩০ টি , মাঝারি ৩৭ টি ও ২৫ টি ছোট আকারের স্টল । এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন , আগামী ২৫ মার্চ বিকাল ৪ টায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করা হবে । মেলার স্টল বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য গত ৩ বছর ধরে আধুনিক পদ্ধতিতে লটারির ব্যবস্থা করা হচ্ছে । তিনি বলেন , এই বারের মেলায় রেকর্ড সংখ্যক বইয়ের স্টল থাকবে । তিনি আশা প্রকাশ করেন সকলের সামগ্রিক সহযোগিতায় এই মেলা ঐতিহাসিক রূপ নেবে । লটারি উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিশার্স এন্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার , অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিসার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী , ত্রিপুরা পাবলিসার্স গিল্ডের সম্পাদক শুভব্রত দেব সহ বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিগণ ।