রাজধানীর দূর্গা চৌমুহনী এলাকায় শনিবার সংহতি পদযাত্রা সংঘটিত করলো সদর জেলা কংগ্রেস। উন্নততর ,ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে এই সংহতি যাত্রা বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শহীদান দিবস 31 অক্টোবর থেকে তার জন্মদিন ১৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে সব কটি ব্লকে সংহতি পদযাত্রা সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় কংগ্রেস ।রাজ্যেও প্রদেশ কংগ্রেসের নয়টি সাংগঠনিক জেলার উদ্যোগে রাজ্যের ৬০টি ব্লকে এই ধরনের সংহতি পদযাত্রা আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি।এরই অঙ্গ হিসেবে শনিবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে দুর্গা চৌমুহনী এলাকায় সংহতি পদযাত্রা সংঘটিত করা হয় ।এই পদযাত্রায় উপস্হিত ছিলেন পিসিসি সভাপতি আশিষ কুমার সাহা,বিধায়ক সুদীপ রায় বর্মন ,সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই পদযাত্রা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,হিন্দুত্বের নামে দেশের বিভিন্ন ধর্মের জনগণের মধ্যে ঘৃণা ছড়ানোর সুঘভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার লক্ষ্যে এই সংহতী পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের ৬০টি ব্লকে এই ধরনের সংহতি পদযাত্রা সংঘটিত করা হবে বলে জানান তিনি।
সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সংহতি পদযাত্রাটি এদিন দুর্গা চৌমুহনী ফাঁড়ি থানার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ।পদযাত্রায় কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।